মহামারি ঠেকাতে আন্তর্জাতিক চুক্তি চায় হু

মহামারি ঠেকাতে আন্তর্জাতিক চুক্তি চায় হু

ভবিষ্যৎ মহামারী প্রতিরোধে একটি আন্তর্জাতিক চুক্তি চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিষয়টি নিয়ে এ বছরই আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক পরিষদ সম্মেলনে তিনি বলেন, ‘ভবিষ্যৎ মহামারি মোকাবিলার প্রস্তুতির জন্য ‘বৈশ্বিক মহামারি চুক্তি’ স্বাক্ষর করার এখনই সময়।’

হু প্রধান আরও বলেন, বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে কোভিড-১৯ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ‘গুরুতর চ্যালেঞ্জ’ মোকাবিলা করতে হচ্ছে। এ ধরনের সংকট মোকাবিলায় নমনীয় এবং টেকসই তহবিল প্রয়োজন।

গত এক সপ্তাহ ধরে মন্ত্রিপরিষদের সম্মেলন চলছে। সোমবার সম্মেলনের শেষ দিন ছিল। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীরা ভাইরাস দমনে হু ও দেশগুলোর সক্ষমতা বাড়াতে স্বাধীন গবেষকদের দ্বারা আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী গবেষণার প্রয়োজনের বিষয়ে একমত হন।

আগামী ২৯ নভেম্বর হুর ১৯৪ সদস্য দেশের মন্ত্রীরা মহামারি চুক্তির বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজন কি না তা নিয়ে বৈঠকে বসবেন। হুর গত ৭৩ বছরের ইতিহাসে এ পর্যন্ত মাত্র দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি হচ্ছে ২০০৩ সালে স্বাক্ষরিত ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল’, দ্বিতীয়টি ২০০৫ সালে স্বাক্ষরিত ‘ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন’।

করোনার নতুন প্রজাতিগুলোকে ডাকা হবে গ্রিক বর্ণমালায় : এখন থেকে করোনার নতুন প্রজাতিগুলোকে ডাকা হবে গ্রিক বর্ণমালায়। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এখন থেকে করোনার আর কোনো নতুন প্রজাতিতে কোনো দেশের নামে ডাকা হবে না।

এর পরিবর্তে গ্রিক অক্ষরে নতুন ধরনগুলোকে চিহ্নিত করা হবে। হুর এই সিদ্ধান্ত অনুযায়ী ব্রিটেনে শনাক্ত হওয়া (বি.১.১.৭) প্রজাতিকে আলফা, দক্ষিণ আফ্রিকার (বি.১.৩৫১) প্রজাতিকে বিটা, ব্রাজিলের (পি.১) প্রজাতিকে গামা ও ভারতের (বি.১.৬১৭.২ প্রজাতিকে ডেলটা নামে ডাকা হবে। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে জেনেটিক সংকেতই ব্যবহার করা হবে।

এমজে/