নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্বেগ

নির্বাচনে প্রভাব ফেলতে এনআইডির কর্তৃত্ব চায় সরকার

নির্বাচনে প্রভাব ফেলতে এনআইডির কর্তৃত্ব চায় সরকার

জনগণের সেবার পরিধি বাড়াতে নয় বরং নির্বাচনের ওপর কর্তৃত্ব নিতেই জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সরকার হাতে নিতে চায় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এনআইডি প্রকল্প ইসির হাত থেকে সরকারের হাতে গেলে জনগণের তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। যা আরো প্রশ্নবিদ্ধ করবে নির্বাচনকে। সুজন আয়োজিত নাগরিক সংলাপে এ মত তুলে ধরেন তারা।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র প্রকল্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নেয়ার উদ্যোগে এবার সরব নাগরিক সমাজের প্রতিনিধিরা। সরকারের এমন উদ্যোগ নিয়ে রোববার ভাচুর্য়াল নাগরিক সংলাপ আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে সাবেক নির্বাচন কমিশনার, সংবিধান বিশেষজ্ঞসহ উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বিষয়টি সংবিধানের লঙ্ঘন দাবি করে তারা বলছেন, এনআইডি সেবা সরকারের হাতে গেলে জনগনের গোপন তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হবে। যা প্রশ্নবিদ্ধ করবে নির্বাচন ব্যবস্থাকে।

এনআইডির কর্তৃত্ব যাদের হাতে সেই নির্বাচন কমিশনকেই কিছুই না জানানোয় প্রশ্ন তুলেন অনেকেই।

আলাদাভাবে জাতীয় নিবন্ধন কমিশন গঠণ করে এনআইডি প্রকল্পকে হস্তান্তরের সুপারিশও করেন কেউ কেউ।