টিকা ব্যবস্থাপনায় অস্বচ্ছ প্রক্রিয়া, তৃতীয় পক্ষ লাভবান: টিআইবি

টিকা ব্যবস্থাপনায় অস্বচ্ছ প্রক্রিয়া, তৃতীয় পক্ষ লাভবান: টিআইবি

আইনের লঙ্ঘন করে অস্বচ্ছ প্রক্রিয়ায় টিকা আমদানি করে একটি প্রতিষ্ঠানকে লাভবান হওয়ার সুযোগ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে এক গবেষণা প্রতিবেদন প্রকাশে তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়িক গোষ্ঠীর প্রভাব এবং রাজনৈতিক বিবেচনায় করোনা টিকার একটি মাত্র উৎসের উপর নির্ভর করা হয়।

এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় গোপন তথ্য ছাড়া টিকা ক্রয় চুক্তি সম্পর্কিত সব তথ্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সক্ষমতা সম্পন্ন কোম্পানিগুলোকে টিকা উৎপাদনে স্থানীয়ভাবে সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়।

অপরিকল্পিত ও শিথিল লকডাউনের কারণে জুন মাসে করোনার আরো একটি ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করে টিআইবি। টিকা ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবের কারণে করোনা নিয়ন্ত্রণে দীর্ঘায়িত করছে বলেও মনে করছে টিআইবি।