ময়লা-বাণিজ্য: বৃদ্ধার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

ময়লা-বাণিজ্য: বৃদ্ধার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

ময়লার বিল সংগ্রহকে কেন্দ্র করে এক বৃদ্ধার মাথা ফাটিয়েছেন ছাত্রলীগ নেতা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রাজধানীর কলাবাগানে। আহত বৃদ্ধা রহিমা বেগম (৭৩) শেরে-ই-বাংলা নগর থানার শুক্রাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিকী রুবেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, ছাত্রলীগের এই নেতা ময়লার বাণিজ্য করেন। বিল নিতে এসে বাসার দরজায় লাথি মারেন তিনি। এসময় দরজা লেগে রহিমা বেগমের মাথা ফেটে যায়। আহত রহিমার ছেলে মো. আলাউদ্দিন জানান, পাশের বাসায় ময়লার টাকা নিয়ে ঝামেলা হয়েছিল।

সেখানে তর্কাতর্কি হয়েছে। আমাদের বাসার কলিংবেলও চেপেছিলেন রুবেল। মা দরজা খুলছিলেন। খুলে যাওয়া দরজায় লাথি দেন রুবেল। দরজা মায়ের কপালে লেগে তিনি রক্তাক্ত হন।

জানা গেছে, রহিমা বেগমের পাশের ফ্ল্যাটে সুমন চন্দ্র দাসের ময়লার বিল নিয়ে বাকবিতন্ডা করছিলেন আবু সিদ্দিকী রুবেল। এ বিষয়ে সুমন চন্দ্র দাস সাংবাদিকদের জানান, টাকা না থাকায় মঙ্গলবার ময়লার বিল দিতে পারেননি। পরে বিল দিতে তিনি নিজেই কল দেন তাদের ফোন নম্বরে। ফোন নম্বর বন্ধ পান। পরবর্তীতে ছাত্রলীগের সাবেক নেতা রুবেল বাসায় এসে গালিগালাজ করেন। এসময় পাশের ফ্ল্যাটের দরজায় লাথি দিলে রহিমা বেগম আহত হন।

এ বিষয়ে শেরে-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি বলেন, বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।