রাজশাহীতে করোনায় আরও ১০ জনের মৃত্যু

রাজশাহীতে করোনায় আরও ১০ জনের মৃত্যু

করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন রাজশাহীর ও বাকি ৫ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। মৃত ১০ জনের মধ্যে শুধু রাজশাহীর ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, বাকিদের ছিল উপসর্গ।

আজ শনিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে এসব করোনা রোগী মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন। আর হাসপাতালটিতে ৩০৯টি শয্যার মধ্যে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৬৫ জন। আইসিইউতে আছেন ১৯ জন রোগী।

তবে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা আক্রান্তের হার কমেছে। হাসপাতালের দুটি আরটিপিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনায় ১১৩ জন শনাক্ত হয়েছে যা ৩০.০৫ শতাংশ।

রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত করোনা শয্যার আয়োজন করতে হচ্ছে তাতে সিলেন্ডারের অক্সিজেন দিয়ে অর্ধশতের বেশি রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এমজে/