সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও মানুষের চলাচল

সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও মানুষের চলাচল

কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চলাচল। চেকপোস্টগুলোতে ঢিলেঢালাভাব থাকায় অবাধে চলছে এসব যানবাহন।

সিগন্যালগুলোতে তৈরি হচ্ছে নাতিদীর্ঘ যানজট। কড়াকড়ি অনেকটা শিথিল হওয়ায় সড়কে বেড়েছে মানুষজনের চলাচলও। রাজধানীর বেশির ভাগ বেসরকারি অফিস খোলা থাকায় বাধ্য হয়ে তারা বের হয়েছেন। রিকশা কিংবা ব্যক্তিগত প্রাইভেট গাড়িতে গন্তব্যে পৌঁছাচ্ছেন তারা। অনেকে দীর্ঘপথ পায়ে হেঁটে ভোগান্তি নিয়ে যাচ্ছেন কর্মস্থলে।

রাজধানীর শাহবাগ, বাংলামোটর, পান্থপথ, কাওরানবাজার, প্রগতি সরণি, রামপুরা, মালিবাগ, গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, মতিঝিল, গুলিস্তান, ধানমন্ডি এলাকা ঘুরে দেখে গেছে, প্রায় সবগুলো সড়কেই আগের চারদিনের তুলনায় ব্যক্তিগত যানবাহন, রিকশা ও মানুষের চলাচল বেড়েছে কয়েকগুণ। চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কড়াকড়ি ছিল না।

এমজে/