কুষ্টিয়া হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়া হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাঁকি ৩ জনের করোনা উপসর্গ ছিল। শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন। এদিন জেলায় ১৭৬ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। মোট ৫৮৯টি নমুনা পরীক্ষা শেষে এই ফলাফল এসেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে প্রায় প্রায় ৩০ শতাংশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ১৯২ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১০০ জন ভর্তি রয়েছেন।

এছাড়াও জেলার ৫উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরো ১০০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এনিয়ে জেলায় মোট ৩৯২জন করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে, জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬০ জন ছাড়িয়েছে।

এমজে/