জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচগাঁও এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রবিবার (১১ জুলাই) সন্ধ্যা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি'র প্রধান মো. আসাদুজ্জামান জানান, আড়াইহাজারের একটি বাড়িতে জঙ্গি রয়েছে- এমন তথ্য পেয়ে সন্ধ্যার পর থেকে তাদের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।

বাড়িতে ঠিক কতজন জঙ্গি রয়েছে সে তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি আরও বলেন, আমরা ঢাকা থেকে একজন জঙ্গিকে গ্রেফতারের পরই তার কাছ থেকে ওই বাড়ির তথ্য পাই।

সিটিটিসি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গ্রেফতার জঙ্গির নাম আব্দুল্লাহ আল মামুন। সে পাঁচগাঁও গ্রামের একটি মসজিদে ইমামতি করতো। সিটিটিসিকে সে জানিয়েছে, মসজিদের পাশের ওই বাড়িতেই সে বোমা তৈরি করতো।