১৮ বছরের বেশি বয়স হলে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮ বছরের বেশি বয়স হলে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সসীমা ১৮-তে নামিয়ে আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৮ বছরের বেশি বয়স্ক শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে এক অনুষ্ঠানে জাহিদ মালেক এ মন্তব্য করেন।

এ ছাড়া ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোর ৭৫ শতাংশ বেড ও ৭৫ শতাংশ আইসিইউতে করোনা রোগী ভর্তি আছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন।

পরিস্থিতি মোকাবিলায় জেলাপর্যায়ে আরো ৫ হাজার বেডের আইসোলেশন সেন্টার করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে লকডাউনের সুফল কিছুটা পেতে শুরু করেছি। রাজশাহী, খুলনা ও দিনাজপুরে রোগীর চাপ কমছে।

তিনি বলেন, দেশে এখনো ৪৫ লাখ ভ্যাকসিন মজুদ আছে। আরো ১ কোটি চায়নায় অর্ডার দেয়া আছে। প্রতিমাসে পালাক্রমে আসবে। আগামী মাসে ফাইজার ও অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনও আসবে।

বর্তমানে একসাথে প্রায় তিন কোটি ডোজ ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা সরকারের আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সংরক্ষণ সক্ষমতা বাড়াতে আরো কিছু ফ্রিজার কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।