সাভারের মহাসড়কগুলোতে তীব্র যানজট

সাভারের মহাসড়কগুলোতে তীব্র যানজট

সাভারের বিভিন্ন মহাসড়কে রাত থেকেই শুরু হয়েছে যানজট। বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে যানজট ও গরমে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও কোরবানির পশুব্যবসায়ীরা।

শুক্রবার সকালে বিভিন্ন গণমাধ্যমে সড়কে তীব্র যানজটের খবর প্রকাশ করে।

খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ১৬ কিলোমিটার, ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর থেকে হেমায়েতপুর পর্যন্ত ১৭ কিলোমিটার ও আব্দুল্লাহপুর-বাইপাল সড়কের বাইপাল থেকে ধৌড় পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়। সড়কে থেমে থেমে চলছে পরিবহন।

সাভার ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) রবিউল ইসলাম বলেন, সাভারের সব রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক চেষ্টা করে এখন যানজট কিছুটা কমাতে পেরেছি। ট্রাফিক পুলিশের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরো বলেন, অতিরিক্ত গাড়ির চাপ ও ঘরমুখো মানুষের ভিড়ে যানজট সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গরুর গাড়ি ঢুকছে ও দুই-একদিনের ভেতর পোশাক কারখানাগুলোর ছুটি হবে। তাই আগেই মানুষ বাড়ি ফেরার চেষ্টা করছে। তবে যানজট নিরসনে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

এমজে/