রাজধানীর ১৯ হাটে কোরবানির পশু বিক্রি শুরু

রাজধানীর ১৯ হাটে কোরবানির পশু বিক্রি শুরু

ঢাকার দুই সিটি করপোরেশনের ১৯টি অস্থায়ী পশুর হাটে শনিবার (১৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। যদিও এর আগেই ইজারার শর্ত ভেঙে বিভিন্ন হাটে শুরু হয় পশু বিক্রি।

১৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হাটের সংখ্যা ১০। এছাড়া সারুলিয়ায় ডিএসসিসি'র একটি স্থায়ী হাট রয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রয়েছে ৯টি হাট। পাশাপাশি গাবতলীতে রয়েছে ডিএনসিসি'র একটি স্থায়ী হাট।

শুক্রবার ছিলো রাজধানীর পশুর হাটগুলোর প্রস্তুতি সম্পন্ন করার শেষ দিন। দেখা যায়, এরই মধ্যে বেশিরভাগ হাটের প্রস্তুতির কাজ সেরে ফেলেছেন ইজারাদাররা।

এদিকে রাজধানীর ভাটারা থানার নতুনবাজারসংলগ্ন সাঈদনগর কোরবানির পশুর হাটে দু-তিন ধরে অল্প কিছু গরু-ছাগল বিক্রি হচ্ছিলো। আজ শুরু হচ্ছে হাটের মূল বেচাকেনা।