চাকরিপ্রার্থীদের টিকা নেওয়ার পরামর্শ পিএসসির

চাকরিপ্রার্থীদের টিকা নেওয়ার পরামর্শ পিএসসির

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে ক্যাডার ও নন-ক্যাডার সব ধরনের চাকরিপ্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে করোনাভাইরাসের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে পিএসসি। একই সঙ্গে টিকা নেওয়ার পর তাদের সার্টিফিকেট/প্রমাণপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে।

বুধবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আমরা পরীক্ষার্থীদের টিকা নিতে উৎসাহিত করছি।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুন্ন রাখার স্বার্থে পিএসসি কর্তৃক বিজ্ঞাপিত যে কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ নিশ্চিতের পরামর্শ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে করোনা টিকা গ্রহণ করতে হবে। এছাড়া টিকা গ্রহণের সনদ বা প্রমাণপত্র পরীক্ষার্থীদের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হলো। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা গ্রহণের জন্য সবাইকে অনুরোধ করা হলো।