ঝালমুড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ঝালমুড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ঝালমুড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ওই নেতা বলেছেন, ঝালমুড়ি খেয়ে টাকা না দেওয়ার মিথ্যা অভিযোগ করায় তিনি ওই ঝালমুড়ি বিক্রেতাকে ধাক্কা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই নেতার নাম রবিউল ইসলাম ওরফে রবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীর আরশাদুল হক বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে টিএসসিতে ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়ি বিক্রেতার নাম ভাণ্ডারী। হঠাৎ দেখতে পেলাম, একটি ছেলে ঝালমুড়ি বিক্রেতার কলার টেনে মারতে উদ্যত হচ্ছে, সঙ্গে আরও একজন। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কী হয়েছে? তখন রবিউল ইসলাম নামের ওই ছেলে নিজেকে ছাত্রলীগের সহসভাপতি বলে পরিচয় দিলেন। ঝালমুড়ি বিক্রেতার অভিযোগ ছিল, রবিউল আগে ঝালমুড়ি খেয়ে টাকা দেননি—একবার ৫০ টাকা, তারও আগে ১০০ টাকা। একপর্যায়ে রবিউল সজোরে চড় আর ঘুষি মারেন ঝালমুড়ি বিক্রেতাকে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম দাবি করেন, ওই ঝালমুড়ি বিক্রেতা তাঁর কাছে কোনো টাকা পান না৷ তিনি বলেন, ‘আমি ও আমার এক ছোট ভাই ওই ঝালমুড়ি বিক্রেতার কাছে ঝালমুড়ি চাই। কিন্তু তিনি আমাদের ঝালমুড়ি না দিয়ে বারবার অন্যদের ঝালমুড়ি দিচ্ছিলেন। আমি তাঁর কাছে জানতে চাইলাম, কেন তিনি আমাদের ঝালমুড়ি দিচ্ছেন না। এর মধ্যে দুজন ভদ্রলোক এসে বললেন যে কী হয়েছে? তখন ঝালমুড়ি বিক্রেতা চোখ রাঙিয়ে তাঁর সুর পাল্টে ফেলেন এবং বলতে থাকেন যে তিনি আমার কাছে টাকা পান। সত্যি বলতে তিনি আমার কাছে কোনো টাকাই পান না।

তবু লজ্জায় পড়ে গিয়ে আমি তাঁকে ৫০ টাকা দিই। ঘটনা সেখানেই শেষ। কিন্তু একটু পরে পাশে গিয়ে তিনি বলাবলি করতে থাকেন যে আমি এর আগে তাঁর কাছে ঝালমুড়ি খেয়ে টাকা দিইনি। পরে আমি তাঁকে একটা ধাক্কা দিই।’

এই ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও গর্হিত ঘটনা। বিষয়টি খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব।’