শিমুলিয়া ঘাটে আজও রাজধানীমুখী যাত্রীদের ভিড়

শিমুলিয়া ঘাটে আজও রাজধানীমুখী যাত্রীদের ভিড়

কঠোর লকডাউনের আজ ১২ তম দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট দিয়ে রাজধানীতে আসছে মানুষ। তবে গতকালের তুলনায় কিছুটা কম রয়েছে যাত্রীদের চাপ।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে ঢাকাগামী যাত্রী আসছেন শিমুলিয়া ঘাটে।

জানা গেছে, গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, পিকাপ, অটো ও সিএনজিসহ নানা যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এ সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এসব নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা তেমনটি দেখা যায়নি।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ম্যানেজার ফয়সাল হোসেন গণমাধ্যমকে জানান, শিমুলিয়া ঘাট স্বাভাবিক রয়েছে। তবে বাংলাবাজার ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। এ রুটে সকাল থেকে ১০টি ফেরি চলছে। বাংলাবাজার ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এমজে/