হাসপাতালে আরও ২১১ ডেঙ্গি রোগী, মৃত্যু ৩

হাসপাতালে আরও ২১১ ডেঙ্গি রোগী, মৃত্যু ৩

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিজ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১১ রোগী ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৬৪ ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৭ জন ভর্তি হন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

প্রতিদিনের মতো রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গি রোগীর সংখ্যা ৯৬৭।

তাদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৯৫ জন। ঢাকার বাইরের হাসপাতালে ১৭২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ভর্তি হওয়া ২২১ জন রোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৭ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৭ জন ভর্তি হন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ৪৭ জন।

সূত্র জানায়, দেশে ১ জানুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ১২৯।

এমজে/