সোনাগাজীতে ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তার

সোনাগাজীতে ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তার

ফেনীর সোনগাজীতে একটি একনালা বন্দুক, দুটি পাইপগান, ১১ রাউন্ড গুলিসহ মো. ফারুক (৩৫) নামে এক ‘অস্ত্রধারী সন্ত্রাসী’কে আটক করেছে র‌্যাব।

শুক্রবার রাতে সোনাগাজী উপজেলার ওলামা বাজার এলাকায় থেকে একাধিক দেশী অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার মো. ফারুক ফেনী জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ চর দরবেশ আদর্শ গ্রামের আবুল কাশেমের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক, স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শুক্রবার রাতে সোনাগাজী উপজেলার ওলামা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো. ফারুক নামে সন্ত্রাসী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করে র‌্যাব। এসময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে একটি একনালা বন্দুক, দুটি পাইপগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।

স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান আরও জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এমজে/