করোনায় মৃত্যু বেড়েছে

করোনায় মৃত্যু বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭৮ জন এবং মারা গেছেন ৪ জন। গতকাল করোনায় এক জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে করোনায় মারা গেলেন ২৭ হাজার ৮৯৫ জন এবং শনাক্ত হলেন ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন।

এদিন সুস্থ হয়েছেন ১৯০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯০৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৩৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪ লাখ ৭৩ হাজার ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ১৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এরমধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২ জন, চট্টগ্রামে ১ জন এবং রাজশাহীতে একজন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১ জন।