নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসার দরকার নেই, বললেন চেয়ারম্যান

নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসার দরকার নেই, বললেন চেয়ারম্যান

নৌকা মার্কায় ভোট না দিলে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম। ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। মনিরুল ইসলামের এই বক্তব্যের একটি অডিও ক্লিপসহ রবিবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারিক। তিনি ঝিকরগাছা সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আব্দুল বারিক একই অভিযোগ যশোরের পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও দিয়েছেন।

এসব অভিযোগ থেকে জানা যায়, ৫ নভেম্বর বিকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানি স্কুল মাঠে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেনের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘নৌকা মার্কায় ভোট না দিলে তাদের কেন্দ্রে আসার প্রয়োজন নেই। যদি কেউ আসে তাকে প্রকাশ্যে নৌকায় ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের যেহেতু কোনো প্রার্থী নেই, তাই তাদের কেন্দ্রে আসার দরকার নেই’।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারিক বলেন, ‌‘মনিরুল ইসলামের এ বক্তব্যের পর তিনি নিজে ও তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘অভিযোগে কী অডিও ক্লিপ দেওয়া হয়েছে তা আমি জানি না। ভোটকেন্দ্রে আসতে নিষেধ করার কোনো বক্তব্য আমি দেইনি।’

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘জেলা প্রশাসকের বরাবর দাখিল করা অভিযোগের অনুলিপি পেয়েছি।’

জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনে ভয়ভীতি দেখানোর অভিযোগ হলে, তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এমজে/