শীতের আমেজে ফুটপাতে পোশাক বিক্রির হিড়িক

শীতের আমেজে ফুটপাতে পোশাক বিক্রির হিড়িক

সারা দেশে ঋতু পরিবর্তনের হাওয়া লেগেছে রাজধানী শহর ঢাকার বুকে। আসছে শীতকাল।

আর শীতবস্ত্রের হিড়িক পড়েছে বিভিন্ন বাজার ও ফুটপাতে। শীতবস্ত্র নিয়ে রাজধানীর ফুটপাতে থাকা দোকানিরা ব্যস্ত সময় পার করছেন। দাম কম হওয়াতে আগ্রহ নিয়ে আসছেন ক্রেতারাও। কেউ দামাদামি পর্যন্ত সীমিত, আবার কেউ পছন্দ মত কিনে নিচ্ছেন শীতের পোশাকটি।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতগুলো ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের ব্যাপক ভিড় ফুটপাতে।

গুলিস্তান এলাকায় সর্বত্রই দেখা যায়, দোকানদার কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ১শ টাকা, ৫০ টাকা বলে ডাক হাঁকছে। আবার কেউ অডিও সাউন্ড বাজিয়ে ১০০ টাকা, ১০০ টাকা বলে ডাকছে। এভাবে ডাকাডাকি শব্দে মুখরিত হচ্ছে গুলিস্তান এলাকার ফুটপাতগুলো।

এ সময় ফুটপাতে উলের টুপি, হাত মোজা,পা মোজা, মাফলার, সোয়েটার, কানটুপিসহ বাচ্চাদের নানা ধরনের শীতের কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। তাছাড়া কম্বল ও কোর্টের দোকানেও রয়েছে প্রচুর ভিড়।

ফুটের দোকানদার আক্তার হোসেন জানান, কয়েক দিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে দোকানে বেচাকেনা একটু বেশি হয়েছিল। কিন্তু আজকে একটু গরম থাকায় তেমন কাস্টমার পাচ্ছি না, বেচাকেনা দুই দিনের তুলনায় কম হচ্ছে।

ফুটপাতের আরেকজন দোকানদার রহিম মিয়া জানান, শীত যত বাড়বে বেচা-কেনা ততই বাড়বে। গত কয়েক দিন বেচা-কেনা ভালোই ছিল। এখন একটু কম হলেও আশা করছি আগামী কয়েকদিনের ভেতরে আবারও বাড়বে।