কোভিড: ২৪ ঘণ্টায় ১৭৭ রোগী শনাক্ত, মৃত্যু ৫

কোভিড: ২৪ ঘণ্টায় ১৭৭ রোগী শনাক্ত, মৃত্যু ৫

ওমিক্রন ভ্যারিয়েন্টের রোগী শনাক্তের খবর আসার দিনে দেশে নতুন করে ১৭৭ জন কোভিড রোগী ধরা পড়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে মারা গেছে পাঁচজন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ১৭৭ জন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা জানানো হয়। তাদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন।

আরও পাঁচজনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২২ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

এদিকে দৈনিক বুলেটিন আসার আগেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে ওমিক্রনে দুজন রোগী শনাক্তের তথ্য জানান। আক্রান্ত দুজনই জিম্বাবুয়ে সফর করে আসা নারী ক্রিকেটার।

এমজে/