দিনাজপুরে বেড়েছে শীত, তাপমাত্রা ১০.২

দিনাজপুরে বেড়েছে শীত, তাপমাত্রা ১০.২

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দিনের তাপমাত্রা কমেছে। তবে গত কয়েক দিন থেকে দিনের তাপমাত্রা ঊর্ধ্বগতিতে ছিল।

শনিবার সকাল থেকে রোদের দেখা মিললেও বিকাল থেকে রোববার ভোর পর্যন্ত শীতের অনুভূতি অনেক বেশি। দিনাজপুরে সকাল ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে হঠাৎ শীতের প্রভাবে বিপদে পড়েছেন জেলার নিম্নআয়ের মানুষ।

জানা যায়, হিমালয় কাছে হওয়ায় দিনাজপুর জেলায় একটু আগেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় পড়তে শুরু করেছে। দিনে সূর্যের তাপ থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমে আসছে। রাতে কুয়াশাও পড়ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার সকাল ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে আসতে শুরু করে।

এমজে/