দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১১.২

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১১.২

দিনাজপুরের হিলিতে জেঁকে বসেছে শীত; সেই সঙ্গে কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।

শনিবার দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সকালের দিকে ঘন কুয়াশা ঝরছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় শীতের মাত্রা কিছুটা কমছে। তবে বিকালের পর থেকে আবারও শীত অনুভূত হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ১০-১৪ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে; সেই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।