প্রথম টিকা নেওয়া সেই নার্সকে দিয়েই বুস্টার ডোজ শুরু

প্রথম টিকা নেওয়া সেই নার্সকে দিয়েই বুস্টার ডোজ শুরু

কোভিড-১৯ থেকে সুরক্ষায় করোনার বুস্টার ডোজ টিকার কার্যক্রম শুরু হলো দেশে। দেশে প্রথম বুস্টার ডোজ নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। গত ২৭ জানুয়ারি তাকে টিকা দেওয়ার মধ্য দিয়েই দেশে প্রথম করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছিল।

রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) রোববার দুপুর ১২টার দিকে টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন করেন।

রুনুকে দেওয়ার পর ষাটোর্ধ্ব কয়েকজন ব্যক্তিকে এই টিকা দেওয়া হয়। এর মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

এই ডোজ নিতে আসাদের প্রত্যেককেই ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, আগে যে কোনো ডোজ নেওয়া ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে ফাইজার নিতে পারবেন।

প্রথম দিন পরীক্ষামূলকভাবে বিভিন্ন শ্রেণির ষাটোর্ধ্ব বয়সি দু-তিনজন করে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়া হয়। পরে টিকা নিবন্ধনের জন্য তৈরি সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজের উপযোগীদের তালিকা তৈরির কাজ শেষ হলে সারা দেশে একযোগে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।

যাদের টিকা নেওয়ার সময় ছয় মাস অথবা এক বছর হয়ে গেছে, প্রথমে তারাই করোনা টিকার বুস্টার ডোজ পাবেন। প্রাথমিকভাবে দেশে ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে।

পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা সারা দেশে দেওয়া হবে। বর্তমানে সাত লাখ ফাইজারের টিকা মজুদ রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে।

এমজে/