আ'লীগ নেতার ভিডিও ভাইরাল

‘চারজন আহত হলে ৮ জনকে জখম করবেন’

‘চারজন আহত হলে ৮ জনকে জখম করবেন’

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আনম সেলিমের উসকানিমূলক বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়— ‘এত ভয় ক্যা? আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। ঠেলি খেলতে হবে। আন্নেগো চাইরজন উন্ডেড (আহত) হইলে আটজনকে উন্ডেড (জখম) করবেন। ইলেকশন হইলে তো আহত হইবোই?’

তিনি আরও বলেন, ‘হরে মাইয়া হোলার মতো কাঁইনবেন আরি (পরে মেয়েদের মতো কাঁদবেন আরকি )। এগিন করি ভোট অয়না (এগুলো করে ভোট হয় না)। ঠেলি খেইলতে হবে। নৌকাকে জয়ী করতে হবে।’

শনিবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর বাজারে নৌকা প্রার্থীর কর্মিসভায় সেলিম এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা সদস্য আবু তাহের প্রমুখ।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।

এ বিষয়ে জানতে চাইলে সেলিম উত্তেজিত কণ্ঠে বলেন, ‘বলেছি তো কী হয়েছে? আমার পদ চলে যাবে নাকি? খেলা হবে, খেলা হবে, খেলা হবে।’

নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন বলেন, এ বক্তব্যটা মনে হয়েছে কর্মীদের আরেকটু উজ্জীবিত করার জন্য তিনি বলেছেন। কারণ অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে। দলীয় কর্মীরা যাতে ভয় না পায় সে জন্য তিনি এসব কথা বলেছেন। নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি কোনো কথা বলেননি।

নোয়াখালী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, এ বক্তব্য তার নজরে আসেনি। তিনি খবর নিয়ে দেখবেন।