রান্নাঘরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা

রান্নাঘরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন গৃহকর্তা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দাশুড়িয়ার মুনশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার গৃহবধূর নাম শারমিন শিলা (৩২)। আহত হয়েছেন স্বামী ব্যবসায়ী রানা ইসলাম

এ ঘটনার আসামিকে আটক করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়ার মুনশিদ গ্রামে আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের ছেলের স্ত্রী শিলা নাস্তা তৈরির জন্য বাড়ির তিনতলার ছাদে যান। রান্নার এক পর্যায়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের আজগর আলীর ছেলে সুমন আলী (২৫) শিলাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় শিলার চিৎকারে নিচতলা থেকে তার স্বামী রানা ছুটে এসে রক্ষা করতে গেলে ঘাতক সুমন তাকেও কোপাতে থাকে। এক পর্যায়ে শিলা ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় পাবনা অতিরিক্ত পুলিশ সুপার ( ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, এ ঘটনার মূল আসামি সুমনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আসামি পালাতে গিয়ে কিছুটা আহত হয়েছেন। সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্বশত্রুতা। তবে জিজ্ঞাসাবাদে মূল রহস্য বেরিয়ে আসবে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

এমজে/