হু হু করে বাড়ছে শীত, জনজীবন বিপর্যস্ত

হু হু করে বাড়ছে শীত, জনজীবন বিপর্যস্ত

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকায় উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় হু হু করে বাড়ছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দিনে শীতের তীব্রতা কম থাকলেও রাতে বেড়ে যায়।

শীতে খেটে খাওয়া মানুষ কাজকর্মে যেতে না পেরে কষ্টে দিন পার করছেন। গত কয়েক দিন শীতের তীব্রতা না থাকলেও গত রাত থেকে শীতের তীব্রতা হু হু করে বাড়ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার; তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হতে পারে।

এমজে/