ভাসানচরে আরও ৭০৫ রোহিঙ্গা

ভাসানচরে আরও ৭০৫ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফ-উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নবম ধাপে নোয়াখালীর ভাসানচরে এসে পৌঁছেছেন আরও ৭০৫ রোহিঙ্গা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নৌবাহিনীর দুটি জাহাজ তাদের নিয়ে এবং আরেকটি জাহাজে তাদের মালপত্র নিয়ে ভাসানচরে পৌঁছায়। সব মিলে এই চরে রোহিঙ্গার সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৬৬২।

ভাসানচর থানার উপপুলিশ পরিদর্শক অরুণ মিত্র জানিয়েছেন, আইনি প্রক্রিয়া এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাদের ৬৫, ৬৬ ও ৭৯ নম্বর ক্লাস্টারে রাখা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জাহাজ তিনটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়। রোহিঙ্গারা স্বেচ্ছায় এসেছেন।

অরুণ মিত্র বলেন, রোহিঙ্গারা ভাসানচরে এসে পৌঁছালে নৌবাহিনী, নোয়াখালী জেলা প্রশাসন, কোস্টগার্ড, এপিবিএন ও থানা পুলিশের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের থাকার জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার রাখাইনে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনী নির্যাতন, ধর্ষণ, লুটপাট ও হত্যাযজ্ঞ শুরু করলে প্রায় আট লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। জাতিসংঘের সহযোগিতায় সেখান থেকে একাংশকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।