আপত্তি উপেক্ষা করেই ইসি বলে সই

আপত্তি উপেক্ষা করেই ইসি বলে সই

দেশের প্রধান বিরোধীদল বিএনপি, সুশীল সমাজসহ বিভিন্ন মহলের আপত্তি উপেক্ষা করেই একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হওয়া আলোচিত নির্বাচন কমিশন গঠন বিলে এ সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণযোগাযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ বিল’ পাস হয়।

নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট সংসদে পাস হওয়া কোনো বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। সরকার এখন আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করবে। এরপরই আসবে সার্চ কমিটির ঘোষণা, যেটিও গেজেট আকার প্রকাশ করা হবে।

পাস হওয়া বিলে সার্চ কমিটির কাজ ১৫ কার্য দিবসের মধ্যে শেষ করতে বলা হয়েছে, যা খসড়ায় ১০ কার্যদিবস ছিল।