বাংলাদেশে কেউ গুম হয় না: কামাল

বাংলাদেশে কেউ গুম হয় না: কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশে কেউ গুম হয় না। কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে, পরে আবার ফিরে আসে। আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যিনিই গুম হচ্ছেন, কিছু দিন পর ফিরে আসছেন। দেখা যাচ্ছে, নানা কারণে কেউ কেউ আত্মগোপন করে থাকেন। সেগুলোকে গুম বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দু-একটি আত্মগোপনের ঘটনার তথ্য আমরা এখনও পাইনি। আমরা মনে করি, তাদের অচিরেই আমরা সামনে এনে দিতে পারব।’

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোন লবিস্ট কার দ্বারা নিযুক্ত হয়েছেন, কত টাকা দিয়েছেন, এ লবিস্ট নিয়োগে কীভাবে এখান থেকে টাকা পাঠাল—সেটা আমরা খুঁজে বের করছি। আমরা মনে করি, যাঁরা টাকা পাঠিয়েছেন, তাঁরাও এই ষড়যন্ত্রের অংশীদার। এবং শিগগির তাঁদেরও পরিচয় প্রকাশ করতে পারব।’

পার্বত্য এলাকায় সন্ত্রাসী ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাহাড়ে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে থাকে। আমরা মনে করি, এর ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। শান্তিচুক্তি অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের আর্মি ক্যাম্পগুলো আমরা সরিয়ে নিয়ে আসছি। সেখানে আমরা একে একে পুলিশ দেওয়া শুরু করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পাহাড়ের এ অশান্তি আজকের নয়, শান্তি চুক্তির মাধ্যমে এটা শেষ হয়েছে। মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে থাকে, যেমন— সেনাবাহিনীর ওপর আক্রমণ করা। আমরা মনে করি—এর ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে।’