কওমি মাদ্রাসায় টিকাদান কর্মসূচি শুরু

কওমি মাদ্রাসায় টিকাদান কর্মসূচি শুরু

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সকালে রাজধানীর মিরপুর এলাকায় জামিয়া সিদ্দিকীয়া নূরানি মহিলা মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুনির্দিষ্ট সংখ্যা আমাদের জানাতে পারেনি। তারা বলেছে, সারা দেশে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। আমরা পর্যায়ক্রমে ১২ বছর বয়সী ও তদুর্ধ্ব সবাইকে টিকার আওতায় নিয়ে আসবো।

গতকাল তিনি জানিয়েছেন, আজ থেকেই ভাসমান মানুষদের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

গত বছরের ১লা নভেম্বর ১২ বছর বয়সী ও তদুর্ধ্ব স্কুলশিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল।

এমজে/