ঘুষ কেলেঙ্কারি: বরখাস্ত ডিআইজি মিজান-বাছিরের রায় ২৩ ফেব্রুয়ারি

ঘুষ কেলেঙ্কারি: বরখাস্ত ডিআইজি মিজান-বাছিরের রায় ২৩ ফেব্রুয়ারি

সাময়িক বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমানসহ দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ঘুষ কেলেঙ্কারির মামলার রায় ঘোষণা হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম রায়ের দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘আজ যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের দিন ধার্য করেছেন।’

গত ২৪ জানুয়ারি যুক্তি উপস্থাপন শুনানি শেষে মিজান ও বাছিরের সর্বোচ্চ শাস্তি দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ২০২০ সালের ১৮ মার্চ দুদকের করা মামলার বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই বছরের ৪ মার্চ দুদকের পক্ষে অভিযোগ গঠন শুনানি শেষ হয়। ওই বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। ১৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেছিলেন শেখ মো. ফানাফিল্যা। ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর ডিআইজি মিজানুর রহমান ও খন্দকার এনামুল বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করে সরকার।