প্রশ্নবিদ্ধ ভোটেও তৃপ্ত বর্তমান কমিশন

প্রশ্নবিদ্ধ ভোটেও তৃপ্ত বর্তমান কমিশন

একাদশ জাতীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ, উপজেলা কিংবা সিটি করপোরেশনের ভোট। পাঁচ বছর মেয়াদের পুরোটা সময় বেশিরভাগ ভোট নিয়েই তর্ক-বিতর্ক আর আলোচনা-সমালোচনা ছিলো নূরুল হুদা নির্বাচন কমিশনের।

সহিংসতা আর প্রাণহানির ঘটনায় মুখ থুবড়ে পরে নির্বাচন ব্যবস্থা। এত কিছুর পর বিদায় বেলায় অনেকটা সফলই দাবি কমিশনের।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, আমি যেভাবে কাজ করেছি তাতে আমি পুরোপুরি সন্তুষ্ট। অন্যদিকে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলছেন, কোন কোন ক্ষেত্রে দেখা যায়, নির্বাচন অংশগ্রহণ করছেন জিতার জন্যে নয়, প্রশ্নবিদ্ধ করার জন্যে।

তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর পরাজয় মেনে নেয়ার মানসিকতা থাকলে হতো না বিতর্ক। হতাশার কথাও শোনালেন। বিশেষ করে একাদশ জাতীয় নির্বাচনের কিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়াকেই নিজেদের খাতায় কালো দাগ মনে করেন ইসির কেউ কেউ।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম মেয়াদের পুরোটা সময় ছিলেন চুপচাপ তবুও ফেরার বেলায় বললেন, সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ দলীয় সরকার। এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ১৪ লাখ লোককে নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ

এ বিষয়ে ব্রি. জে. (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আর দলীয় কোন সরকারের অধীনের নির্বাচন করাও একটি বড় চ্যালেঞ্জ।

তারা মনে করেন অতীত কিংবা ভবিষ্যত ভোট যতই ভালো হোক, বিতর্ক কখনো পিছু ছাড়বে না নির্বাচন কমিশনের।

এমজে/