গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই

গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই

নন্দিত গীতিকবি ও জনপ্রিয় জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই। দীর্ঘ রোগ-ভোগের পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কাওসার আহমেদ চৌধুরীর একমাত্র সন্তান প্রতীক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই এই গীতিকবি কিডনিজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা পজিটিভ হয়ে নিউমোনিয়ায়ও আক্রান্ত হন। শেষ ১০ দিন তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রতীক জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে এই গীতিকবি ও জ্যোতিষীর জানাজা হবে। এরপর সকাল ১০টা নাগাদ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে মরদেহ।

তার মৃত্যুতে শোক জানিয়েছে গীতিকবি সংঘ বাংলাদেশ। তিনি এই সংগঠনের আজীবন সদস্য ছিলেন।

কাওসার আহমেদ চৌধুরীর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—আমায় ডেকো না, কবিতা পড়ার প্রহর এসেছে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, যেখানে সীমান্ত তোমার, ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১, ২ ও এলআরবি’র রুপালি গিটার ফেলে।