ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ইউক্রেনের বন্দরে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে আটকে পড়া ২৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে উদ্ধৃত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিওবার্তায় বলেন, ইউক্রেনে জাহাজে আটকে পড়া নাবিকদের উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। তারা এখন নিরাপদ স্থানে আছেন। তাদেরকে পোল্যান্ডে নিয়ে আসার জন্যও প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করা যায়, দ্রুততম সময়ে তাদের পোল্যান্ডে সরিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, নিহত হাদিসুর রহমানের মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। শাহরিয়ার আলম নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের বন্দরে আটকা পড়ে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। রাশিয়ার সাঁড়াশি হামলার মুখে জাহাজটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে গত বুধবার জাহাজে মিসাইল আঘাত করে। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।

জাহাজে মিসাইল হামলার পর ঢাকাস্থ রুশ দূতাবাস এক বিবৃতিতে নিহত হাসিদুর রহমানের নিকটাত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।