করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, নতুন শনাক্ত ৬০৪

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, নতুন শনাক্ত ৬০৪

করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। অপরদিকে নতুন করে ভাইরাসে শনাক্ত হয়েছেন আরো ছয় শ’ চারজন।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই নিয়ে করোনাভাইরাস সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৪ জন। অপরদিকে ভাইরাস সংক্রমণে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার তিন শ’ ৬৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১৮ হাজার আট শ’ ৯০টি। শনাক্তের হার ৩.২০ ভাগ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভাইরাস সংক্রমণ থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট চার হাজার চার শ’ তিনজন। ভাইরাস সংক্রমণ থেকে এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার নয় শ’ ৮০ জন।

২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রাম বিভাগের ও একজন সিলেট বিভাগের বাসিন্দা।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।