ঠিকাদারির দাবিতে কুবি উপাচার্যের গাড়ি আটকে রাখল ছাত্রলীগ

ঠিকাদারির দাবিতে কুবি উপাচার্যের গাড়ি আটকে রাখল ছাত্রলীগ

চাকরি ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের ঠিকাদারির দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতারা উপাচার্যের কক্ষে গিয়ে উচ্চবাচ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের গাড়ি আটকে দেন।

সেখানে উপস্থিত একজন শিক্ষক জানান, দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগ-টেন্ডারসহ নানা দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান। উপাচার্য তাদের দাবি না মানায় একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু করেন নেতাকর্মীরা। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের গাড়ি আটকে আবারও বাকবিতণ্ডা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন বলেন, ছাত্রলীগ কিছু অন্যায় দাবি নিয়ে এসেছিল। আমি এসব দাবি মানতে পারব না বলায় তারা আমার গাড়ি আটকে রাখে।