কমলাপুরে দ্বিতীয় দিনও উপচেপড়া ভিড়

কমলাপুরে দ্বিতীয় দিনও উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের জন্য দ্বিতীয় দিনের মত কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

রোববার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আজ দেয়া হচ্ছে আগামী ২৮ এপ্রিলের টিকিট। এদিকে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। অনেকেই টিকিটের প্রত্যাশায় রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। উদ্দেশ্য একটাই, ঈদ যাত্রার সোনার হরিণ যে করেই হোক পেতেই হবে।

লাইনে দাঁড়িয়ে থাকা টিকিট প্রত্যাশী কামাল উদ্দিন বলেন, পরিবারের সদস্য নিয়ে বাড়ি যেতে হবে, চারটি টিকিট লাগবেই। ঈদে ট্রেনের চেয়ে আরামদায়ক ও নিরাপদ আর কোনো পরিবহন নেই। তাই একা কষ্ট করলেও পরিবার অন্তত নিরাপদে পৌঁছাক সেজন্য রাত থেকে লাইনে দাঁড়িয়েছি।

এদিকে ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয়েছে।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে দেয়া হয় ২৭ এপ্রিলের টিকিট। ‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট কিনতে হচ্ছে। একজন যাত্রী একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এবার ঢাকার কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।