সুনামগঞ্জে বাঁধ ভেঙে পানি ঢুকছে হালির হাওরে, ঝুঁকিতে জমির ফসল

সুনামগঞ্জে বাঁধ ভেঙে পানি ঢুকছে হালির হাওরে, ঝুঁকিতে জমির ফসল

নতুন করে ভেঙে গেছে সুনামগঞ্জের হালি হাওরের ফসলরক্ষা বাঁধের একটি। ডুবে গেছে বেহেলী, শ্রীপুর দক্ষিণ ও ফতেহপুর ইউনিয়নের ফসল। কয়েক হাজার হেক্টর ধান তলিয়ে যাওয়ার শঙ্কা কৃষকের।

সোমবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে বৌলাই নদীর পানির চাপে বাঁধ ভেঙে গেছে। এলাকাবাসী শত চেষ্টা করেও বাঁধ টিকিয়ে রাখতে পারেননি।

কৃষকরা জানিয়েছেন, হালির হাওরের ৭১ কিলোমিটার ফসলরক্ষা বাঁধের মধ্যে ১০টির অধিক ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে। এর মধ্যে একটি হিজলার বাঁধ। এই হাওরে ৫৮৫৬ হেক্টর জমিতে ধান রয়েছে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত রাতে বৌলাই নদীর পানির চাপ বাড়ায় বাঁধের প্রায় ৩০ ফুট এলাকা দিয়ে আহসানপুর হাওরে পানি ঢোকে। বাঁশের খুঁটি পুতে ও মাটি ভর্তি বস্তা ফেলে বাধ মেরামতের চেষ্টা চলছে। এছাড়াও অধিক ঝুঁকিতে রয়েছে আরও ১০টি বাঁধ।

কৃষি বিভাগ বলছে, হাওরের ৮০ ভাগ জমির ধান কাটা হয়েছে। বাকি রয়ে গেছে ২০ ভাগ ফসল।