কক্সবাজারে আশ্রয়শিবির থেকে বের হওয়ায় ৪৪৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারে আশ্রয়শিবির থেকে বের হওয়ায় ৪৪৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকা থেকে ৪৪৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ঈদের দ্বিতীয় দিনে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, সৈকতে বেড়ানোর জন্য উখিয়ার আশ্রয়শিবির থেকে রোহিঙ্গারা বের হয়েছেন। তাঁদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। তাঁরা শিবিরের বাইরে আসতে হলে যে অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে, তা ভঙ্গ করেছেন। সে জন্য তাঁদের আটক করা হচ্ছে। সমুদ্রসৈকতে নেমে কিছু রোহিঙ্গা পর্যটকদের বিরক্তও করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস বলেন, সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সেসব স্থানে অভিযান চালায়। এ সময় ৪৪৩ জন রোহিঙ্গাকে আটক কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আলোচনার মাধ্যমে আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কাছে হস্তান্তর করা হতে পারে।