উজানের ঢলে ভাসছে সিলেট, পানিবন্দী লাখো মানুষ

উজানের ঢলে ভাসছে সিলেট, পানিবন্দী লাখো মানুষ

উজানের ঢলে বিপর্যস্ত সিলেট। নগরীর রাস্তায় কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানি। ড্রেনের নোংরা পানি ঢুকছে বসতবাড়ি ও দোকাপাটেও। মূল সড়কে পানি ওঠায় দেখা দিয়েছে পরিবহন সংকট। দুই একটি রিকশা বের হলেও গর্তে পড়ে অবস্থা বেহাল।

উপজেলাগুলোতেও পানিবন্দী লাখো মানুষ। বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে সুনামগঞ্জে অনেককেই বাধ্য হয়ে উঠতে হয়েছে আশ্রয়কেন্দ্রে। গত এক সপ্তাহ ধরে রোদ না থাকায় ধান শুকাতে পারছেন না হাওরের কৃষকরা। পঁচে নষ্ট হচ্ছে পাকা ধান।

নগরীর এই হালে প্রশ্ন ওঠেছে ড্রেন সংস্কারের ব্যবস্থাপনা নিয়ে। যদিও পুরো বিষয়কেই প্রাকৃতিক দুর্যোগের ঘাড়ে চাপাচ্ছে নগর কর্তৃপক্ষ। এদিকে জেলা প্রশাসনের দাবি, বন্যা মোকাবেলায় নেয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি।

উল্লেখ্য, ভারতের মেঘালয়ের টানা বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলের ছয় উপজেলায় পানিবন্দী লাখো মানুষ। গোয়াইনঘাট, জকিগঞ্জসহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জেও প্লাবিত হয়েছে নিচু এলাকা। মেঘালয়ে ভারী বর্ষণে সুনামগঞ্জের সব কটি নদ-নদী ও হাওরে বেড়েছে পানি।