ক্রসিং পার হওয়ার সময় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

ক্রসিং পার হওয়ার সময় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরীর নলছাটা রেল ক্রসিংয়ে পিকআপ ভ্যান ও ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের নলছাটা এলাকার অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপটি দুমড়ে মুচড়ে প্রায় দুই কিলোমিটার পথ টেনে নিয়ে যায় ট্রেনটি।

নিহতরা হলেন- কালীগঞ্জ থানার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের গ্রামের রাফির ছেলে পিকআপ চালক জাকির হোসেন(২৫), একই গ্রামের জাকিরের ছেলে মৃদুল(১৫),) সিদ্দিক পাগলা,নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার শাহী মসজিদ এলাকার সিদ্দিক পাগলার ছেলে লিটন(৪৫)

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি গাজীপুর মহানগরীর পূবাইল বাজার থেকে তালের শাঁস বহন করে নারায়ণগঞ্জের বন্দর যাচ্ছিল। পথে নলছাটা রেলক্রসিং অতিক্রম করার করার সময় ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের সামনে পিকআপ ভ্যানটি পড়ে যায়। টেনে হিঁচড়ে প্রায় ২ কিলোমিটার নিয়ে গেলে পিকআপে থাকা তালের শাঁস ব্যবসায়ী, হেলপার ও চালক নিহত হয়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদি যুগান্তরকে জানান, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। পরে আত্মীয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।