উন্নয়ন এখন গলার কাঁটা

উন্নয়ন এখন গলার কাঁটা

উন্নয়ন এখন গলার কাঁটা ব্রাহ্মণবাড়িয়া বিসিক নগরবাসীর। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের চারলেন কাজের জন্য ভরাট করা হয় খাল ও জলাশয়। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় সেখানে।

পানিতে ডুবে আছে বিসিক নগরীও। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শিল্প কারখানার বর্জ্য ও নোংরা পানি ঢুকছে বাসা-বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে। পাশাপাশি অনেক ধানের জমিও তলিয়ে গেছে।

নোংরা পানির কারণে পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। সাধারণ মানুষ বলেন, যে উন্নয়নের জোয়ারে পানিতে ভাসতে হয়, সেই উন্নয়ন আমরা চাই না। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, যারা পানিবন্দি আছেন এবং যাদের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, সরকারের কাছে তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাই।

সংকট নিরসনে সম্প্রতি চার-লেনের প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। দ্রুত সংকট সমাধানের আশ্বাস প্রকল্প পরিচালক মো. খালিদ সাহিদেরও।

উল্লেখ্য, ২০২০ সালে ৫৬৭ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার-লেনের কাজ শুরু হয়।