প্লট জালিয়াতি: সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ আগস্ট

প্লট জালিয়াতি: সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ আগস্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই দিন নির্ধারণ করেন। এ বিষয়ে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার এনটিভি অনলাইনকে বলেন, আজ এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন না আসায়, বিচারক নতুন দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ৭ অক্টোবর দুপুরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণে জানা যায়, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তাঁর নিজ নামে ইতোপূর্বে রাজউক থেকে উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্দ পান। পরে তিনি অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতারণার আশ্রয়ে তাঁর ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজউক পূর্বাচল প্রকল্পে প্লটের জন্য আবেদন করান এবং তিন কাঠার একটি প্লট বরাদ্দ করান। পরে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই তিন কাঠার প্লটটি পাঁচ কাঠার প্লটে উন্নীত করান। পূর্বাচল থেকে প্লট স্থানান্তর করে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১/এ বাড়িতে প্লটটি রাজউক থেকে অনুমোদন করান।

এস কে সিনহা নিজেই ওই প্লটের যাবতীয় অর্থ মোট ৭৫ লাখ টাকা পরিশোধ করেন। পরে ওই প্লটে নয়তলা ভবন নির্মাণ করেন।