ইমরান শরিফের বিরুদ্ধে জাপানি নারীর আদালত অবমাননার আবেদন খারিজ

ইমরান শরিফের বিরুদ্ধে জাপানি নারীর আদালত অবমাননার আবেদন খারিজ

প্রাক্তন স্বামী ইমরান শরিফের বিরুদ্ধে আনা জাপানি নারী এরিকোর আদালত অবমাননার আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। সেই সঙ্গে অবকাশ যাপনের জন্য দুই শিশু জেসমিন ও লাইলা সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে করা আবেদনও খারিজ করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপলি বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আপিল বিভাগ বলেছে, এসব বিষয়ে পারিবারিক আদালত সিদ্ধান্ত নেবে।

এর আগে গত ১৩ ফ্রেব্রুয়ারি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই মেয়ে জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর সঙ্গেই থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে পারিবারিক আদালতে করা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এই সময়ে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে রায়ে বলা হয়।

গত বছরের ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।