রায়পুরায় ট্রেন-পিকআপ সংর্ঘষে নিহত ৩

রায়পুরায় ট্রেন-পিকআপ সংর্ঘষে নিহত ৩

নরসিংদীর রায়পুরায় অবৈধ রেলওয়ে লেভেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের সাথে পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অপর তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে অপর একজন মারা যান। হতাহতরা সবাই পিকআপের যাত্রী ও সয়েল টেস্ট শ্রমিক।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এলজিইডি পাকা সড়কের অবৈধ রেলওয়ে লেভেলক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলার কালিহরপাড়া গ্রামের চান মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), দোলকর গ্রামের ইব্রাহীম খাঁর ছেলে আনিছুর রহমান (২৭)। তারা দু’জন ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে হাসপাতালে নেয়ার পথে মেঘশিমূল গ্রামের আবদুর রশীদ মিয়ার ছেলে শাহীন (২৫) মারা যান।

গুরুতর আহত অপর তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেন রেল ক্রসিংয়ের দিকে আসছিল। এ সময় এলজিইডির পাকা সড়ক ধরে একটি পিকআপভ্যান ওই রেলক্রসিংয়ের ওপর উঠলে ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দু’টুকরা হয়ে ভেঙ্গে পড়ে।

ঘটনাস্থলে মারা যান পিকআপের ছয় যাত্রীর মধ্যে তিনজন। অপর তিনজন গুরুতর আহত হন। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারা সবাই পিকআপভ্যানের যাত্রী ছিলেন।

অবৈধ রেলওয়ে লেভেলক্রসিং বিষয়ে স্থানীয় সুরুজ মিয়া বলেন, এই রেলওয়ে ক্রসিংটি রেলওয়ের দায়িত্বে অবহেলার কারণে এখনও অবৈধভাবে চলছে। ফলে এখানে অহরহর দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এ লেভেলক্রসিংটি রেল কর্তৃপক্ষের অধীনে নিয়ে বৈধ রেলগেট করার দাবি জানাচ্ছি।