যমুনার পানি বাড়ার সঙ্গে চলছে ভাঙন

যমুনার পানি বাড়ার সঙ্গে চলছে ভাঙন

সিরাজগঞ্জে তিনদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহররক্ষা বাঁধ পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি বেড়েছে। বুধবার (৮ জুন) সকালে বিপদসীমার ২.২৫ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে আরও পাঁচদিন যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে চৌহালী উপজেলায় শুরু হয়েছে নদী ভাঙন।

গত তিনদিনে চৌহালী উপজেলার বাঘুটিয়া গ্রামে নদী ভাঙনে অন্তত ৬টি বসত বাড়ি, গাছপালা ও ২টি তাঁত কারখানা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি ভাঙন কবলিতদের।