ঢাবির ক ইউনিটের ভর্তিযুদ্ধ : আসনপ্রতি লড়ছেন ৬২ শিক্ষার্থী

ঢাবির ক ইউনিটের ভর্তিযুদ্ধ : আসনপ্রতি লড়ছেন ৬২ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই।

শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা চলবে।

বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে এক হাজার ৮৫১টি আসন রয়েছে। এবার এ ইউনিটে সারাদেশ থেকে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১২ শিক্ষার্থী।

এর আগে, গত ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিট ও ৪ জুন কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারও ঢাবির ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) দেশের বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। আজ ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবির পাঁচ ইউনিটেই এবার মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে বহুনির্বাচনী ৬০ নম্বর ও লিখিত অংশের জন্য থাকবে ৪০ নম্বর। দুই অংশের উত্তর দেয়ার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় থাকবে।