মির্জা ফখরুল করোনায় আক্রান্ত

মির্জা ফখরুল করোনায় আক্রান্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় তার কোভিড পজেটিভ রিপোর্ট আসে।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাসচিবের কোভিড পজেটিভ রিপোর্ট এসেছে। উনি স্কয়ার হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় গেছেন।

হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশন থেকে মির্জা ফখরুল চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন।

জানা গেছে, স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন মির্জা ফখরুল।

এদিকে উত্তরার বাসায় বিএনপি মহাসচিব ও তার সহধর্মিনী রাহাত আরা থাকেন। তবে রাহাত আরা সুস্থ আছেন বলে জানা গেছে।

করোনা থেকে আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে মির্জা ফখরুল দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন অধ্যাপক জাহিদ।

এর আগে ২০২২ সালের ১১ জানুয়ারি মির্জা ফখরুল সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেবার বাসায় চিকিৎসা নিয়ে সেরে উঠেছিলেন বিএনপি মহাসচিব।