করোনা শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়াল, মৃত্যু ৩

করোনা শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়াল, মৃত্যু ৩

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে শনাক্তের হার ফের ১৫ শতাংশ ছাড়িয়েছে। একইসময়ে করোনায় তিনজন মারা গেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত প্রায় তিন মাসের মধ্যে একদিনে তিনজনের মৃত্যু আর হয়নি। এ ছাড়া সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার গত ২৪ ঘণ্টার চেয়ে বেশি ছিল।

শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করে ১২৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দাঁড়ায় ১৫ দশমিক ৭ শতাংশ। গত ১২ ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার ১৬৮৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল।

অন্যদিকে গত ২০ মার্চ এক দিনে তিন জনের মৃত্যু হয়েছিল। তারপর করোনাভাইরাসে মৃত্যু কমে আসে এবং মাঝে টানা ২০ দিন কোভিডে মৃত্যুহীন ছিল দেশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১০২ জন । তাদের নিয়ে মোট ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন সেরে উঠলেন।