নৌরুটে বাইকের চাপ, ফাঁকা সড়কে স্বস্তিতে ঈদে ঘরমুখো মানুষ

নৌরুটে বাইকের চাপ, ফাঁকা সড়কে স্বস্তিতে ঈদে ঘরমুখো মানুষ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। তবে ঘাটে মোটরসাইকেলের চাপ দেখা গেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে বুধবার (৬ জুলাই) সকাল থেকে ঘাটে মোটরসাইকেলের চাপই ছিল বেশি।

তবে, রাস্তাঘাট ফাঁকা থাকায় নিরাপদ ও স্বস্তিতে রয়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল থেকে মোটরসাইকেল সংখ্যা বাড়তে থাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে তা আরও বেড়ে যায়। এছাড়া যাত্রীর চাপও রয়েছে। এ নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি থাকলেও ২টি বিকল থাকায় ১৯টি ফেরি চলাচল করছে। যানজট না থাকায় স্বস্তি নিয়ে ঈদে ঘরে ফিরছে মানুষ।

আলতাফ নামে এক বাইকআরোহী জানান, মহাসড়কে বৃহস্পতিবার থেকে ১৩ জুলাই পর্যন্ত মোটরসাইকেল বন্ধ থাকবে; এটা খুব খারাপ। এতে ভোগান্তি বেড়েছে। তাই, কাজ রেখে আজই বাড়ি যেতে হচ্ছে।

আলামীন নামে এক যাত্রী বলেন, রাস্তাঘাট ফাঁকা থাকায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছি।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরি থাকলেও দুটি সাময়িক মেরামতে রয়েছে। তকে সড়ক ফাঁকা থাকায় স্বস্তিতে রয়েছে ঘরমুখো মানুষ।